কয়েক দিন ধরেই ভারতীয় ক্রিকেটে আলোচনায় বিরাট কোহলি ও সৌরভ গাঙ্গুলির মধ্যেকার লড়াই।
শুরুতে সৌরভ জানিয়েছিলেন, কোহলিকে নাকি ভারতের টি-টোয়েন্টি অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিল বোর্ড। পরে কোহলি অস্বীকার করেন সেটি।
এ নিয়ে শুরু হয় বিতর্ক। দুই ভাগে বিভক্ত হয় ভারতের ক্রিকেট। এবার এই ইস্যুতে মুখ খুলেছেন দেশটির প্রধান নির্বাচক চেতন শর্মা। বিসিসিআই সভাপতির পাশেই দাঁড়িয়েছেন তিনি। বলেছেন, বৈঠকে থাকা সবাই নাকি কোহলিকে অনুরোধ জানিয়েছিল অধিনায়ক থাকতে।
তিনি বলেন, ‘প্রত্যেক নির্বাচকই তখন বলেছিল যে এই সময় কোহলি নেতৃত্ব ছাড়লে বিশ্বকাপে দলের পারফরম্যান্সের ওপর প্রভাব পড়বে। আমরা বিরাটকে বলেছিলাম যে বিশ্বকাপের পর আমরা এ নিয়ে কথাবার্তা বলব। কিন্তু বিরাট নিজের সিদ্ধান্তে অনড় ছিল। আমরা ওর সিদ্ধান্তকে সম্মান করি। বিরাট জাতীয় দলের সম্পদ। ভারতীয় ক্রিকেটের উপকার হবে, এমন সিদ্ধান্তই আমরা নিতে চাই।’
কোহলিকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে চেতন বলেন, ‘নির্বাচকদের পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন। কিন্তু নির্বাচকদের তো কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। প্রথম একাদশ নির্বাচন করতে গিয়েও কঠোর হতে হয়। জানি আগামী দিনের জন্য বিরাট আমাদের কাছে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে ছিল। এমন সময় ওর সিদ্ধান্তে আমরা অবাক হয়ে গিয়েছিলাম। বিশ্বকাপ সামনে ছিল বলে তৎক্ষণিক কোনও সিদ্ধান্ত নিতে পারিনি। টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়া বিরাটের সিদ্ধান্ত ছিল। কিন্তু এক দিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে ওকে সরানো নির্বাচকদের সিদ্ধান্ত।’
তিনি আরও বলেন, ‘নির্বাচক এবং দল পরিচালন সমিতির কোনও যোগাযোগের অভাব নেই। টেস্ট দলের নির্বাচনের আগেই আমরা বিরাটকে জানিয়ে দিয়েছিলাম ওকে এক দিনের ক্রিকেটের অধিনায়ক রাখা হবে না। তবে এখন এটা নিয়ে বিতর্ক বাড়িয়ে লাভ নেই। আমি চাই, এখানেই এই প্রসঙ্গ শেষ হয়ে যাক।’
খুলনা গেজেট/ এস আই