বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

৩ পেসার ও এক স্পিনার নিয়ে একাদশ সাজানোর ইঙ্গিত ডমিঙ্গোর

ক্রীড়া প্রতিবেদক

স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১ জানুয়ারি। এই ম্যাচে ৩ পেসার ও ১ স্পিনার নিয়ে একাদশ সাজানোর আভাস দিয়েছেন বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো।

মাউন্ট মঙ্গানুইয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে ডমিঙ্গো জানালেন, নিউজিল্যান্ডের উইকেট ও কন্ডিশনের কথা মাথায় রেখে পেসারদের পাশাপাশি স্পিনেও গুরুত্ব দেওয়া হবে। যদিও পরক্ষণেই জানালেন, ম্যাচের চতুর্থ ও পঞ্চম দিনের কথা মাথায় রেখে নেওয়া হতে পারে একজন স্পেশালিষ্ট স্পিনার।

ডমিঙ্গো বলেন, ‘এখনও উইকেট দেখিনি। উইকেট দেখার পর একাদশ নিয়ে সিদ্ধান্ত নিব। তবে আশা করছি ভালো উইকেটই পাব। তবে হয়ত পেস ও স্পিন দুটোকে গুরুত্ব দিয়েই একাদশ সাজাবো। চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটে কিছুটা স্পিন ধরবে।’

নিউজিল্যান্ডের অনভ্যস্ত কন্ডিশনে দল কেমন করে, তা দেখতে মুখিয়ে থাকা ডমিঙ্গো বলেন, ‘বাংলাদেশের জন্য তো একটু কঠিনই। বাংলাদেশ ঐতিহাসিকভাবে স্পিন নির্ভর। তবে আমাদের দলে ভালো পেসার আছে। হয়ত ৩ পেসারের ওপর ভরসা রাখব। উইকেট দেখে নির্বাচকদের সাথে আলোচনা করব। তবে ভারসাম্যপূর্ণ বোলিং আক্রমণ হবে। ৩ পেসার ও ১ স্পিনার থাকতে পারে।’

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন