খুলনা, বাংলাদেশ | ২২ আশ্বিন, ১৪৩১ | ৭ অক্টোবর, ২০২৪

Breaking News

  সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান গ্রেপ্তার
  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২২৫
  পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে খোরশেদ আলমের নিয়োগ বা‌তিল : পররাষ্ট্র মন্ত্রণালয়
  সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যশের ওপর রাগলেন নুসরাত!

বিনোদন ডেস্ক

বিচ্ছেদ হয় হয় অবস্থা। তাও বিচ্ছেদ হয়নি নুসরাত জাহান ও যশ দাশগুপ্তের। ২৯ ডিসেম্বর সম্প্রচারিত হয়েছে ইউটিউব টক শোতে বিশেষ পর্ব। সেখান থেকেই জানা গেল, যশের সঙ্গে বিচ্ছেদ হতে হতেও শেষ পর্যন্ত হয়নি। নুসরাত জানালেন, যশকে ভালোবেসে এক রকম পালিয়ে এসেছিলেন তার সঙ্গে। যেদিন তাদের বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা, সেদিন অভিনেত্রীর ফ্ল্যাটের নিচে এসেছিলেন যশ। কিন্তু বিচ্ছেদটা শেষমেশ হয়নি। বরং তারা ঠিক করেন একসঙ্গে বাকি জীবনটা কাটাবেন।

এদিন নুসরাত শুরুতে তার ভক্তদের বা যারা যশরত-কে নিয়ে বেশ উৎসাহী তাদের উদ্দেশে জানান, ‘এতদিন অনেকের মনে প্রশ্ন ছিল, সবাই চাইছিল তুমি এ শোতে আসো। এটা আমি কথা দিয়েছিলাম, তাই অবশেষে আজ এখানে’।

শোয়ের একেবারে শুরুতেই যশ নুসরাতের প্রতি অভিযোগ তুলে বলেন, ‘তুমি কেন আমাকে কিছুই আগে থেকে জানাওনি কী প্রশ্ন থাকবে, আমি তো জিজ্ঞাসা করছিলাম আগে থেকেই। আমার তো মনে হচ্ছে আমাকে জেরার মধ্যে পড়তে হবে’।

যদিও নুসরাত চুপ থাকেননি, তিনি বলেন, ‘এভাবে কি সরাসরি জিজ্ঞাসাবাদ করা যায়? আগে বল জীবনটা কেমন চলছে? কেমন সময় কাটছে?’ জীবনসঙ্গিনীর এ প্রশ্নে যশ মুচকি হেসে বলেন, ‘বেশি কিছু না….আমি একটা সাকার্স কোম্পানি খুলেছি। সেখানে আমার বাঁদররা রয়েছে। আমি তাদের দেখাশোনা করছি, ওটা আমার কাজ’।

নুসরাত এরপর জানতে চান তা তোমার বাঁদর কারা? তৎক্ষণাৎ যশ বলে ওঠেন, ‘যাদের আমি তৈরি করেছি, আমার সন্তানেরা’। যশকে সময় না দিয়েই নুসরাত বলে উঠেন, ‘তুমি আমার সন্তানদের বাঁদর বলছ?’ যশ আবার জানান, ‘না, আমি আমার সন্তানদের বাঁদর বলছি’। তখন নুসরাত বলেন, ‘হ্যাঁ, ওরা আমারও সন্তান… আর এ ঝগড়াটা না হয় বাড়ির জন্য তোলা থাক’। যশ নুসরাতকে মনে করিয়েছে দেন, ‘তুমি না এ শোয়ের হোস্ট, আমার সঙ্গে ভালোভাবে ব্যবহার কর’।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!