ডেল্টা ও ওমিক্রনের প্রভাবে সুনামির গতিতে ছড়িয়ে পড়ছে করোনা মহামারি। বিশ্বজুড়ে একদিনে রেকর্ড ১৫ লাখ ৯৪ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে।
বুধবার করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৫৫ জনের। করোনায় আক্রান্ত হয়ে ১০ হাজারের বেশি মানুষ এখন ইংল্যান্ডে হাসপাতালে ভর্তি।
যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে শনাক্তের নতুন রেকর্ড হওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম বলেছেন, সংক্রমণের এই গতি স্বাস্থ্যব্যবস্থা এবং স্বাস্থ্যকর্মীদের ওপর ব্যাপক চাপ তৈরি করবে। ডেল্টা ও ওমিক্রন এই দুই ধরনই বর্তমান পরিস্থিতির জন্য দায়ী বলে জানিয়েছেন তিনি।
এদিকে সংকট মোকাবিলায় বুস্টার ডোজ কার্যক্রম আরও গতিশীল করার ওপর জোর দিয়েছেন যুক্তরাজ্যের প্রেসিডেন্ট বরিস জনসন। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ লাতিন আমেরিকার অনেক দেশেই করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। পরীক্ষার সংখ্যা বেড়ে যাওয়ায় অনেক দেশে দেখা দিয়েছে টেস্ট কিটের সংকট।