ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মোছা. শাহিনুর বেগম (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
বুধবার রাত পৌনে ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। গত তিন দিন ধরে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। বর্তমানে সেখানে আরও ১৫ দগ্ধ ব্যক্তি ভর্তি আছেন। যাদের মধ্যে আরও দুজন লাইফ সাপোর্টে রয়েছেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, রাত পৌনে ৮টার দিকে দগ্ধ শাহিনুরের মৃত্যু হয়েছে। শাহিনুর বেগমের ২৫ শতাংশ বার্ন ছিল। তার শ্বাসনালী পোড়া ছিল। ভর্তি সবার শ্বাসনালী কম বেশি পোড়া থাকায় দগ্ধ কাউকেই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। ৫ জনের অবস্থা খুবই শঙ্কটাপন্ন। মনিকা রানী ও মারুফা আক্তারকে গত ২৪ ডিসেম্বর আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
গত ২৩ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটিতে আগুন লাগে। খবর পেয়ে বরিশাল, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠির কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। দগ্ধদের মধ্যে ৭২ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সাজারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় ২১ জনকে।