খুলনা, বাংলাদেশ | ২৩ আশ্বিন, ১৪৩১ | ৮ অক্টোবর, ২০২৪

Breaking News

  সুন্দরবনের বাঘশুমারির চূড়ান্ত ফল ঘোষণা আজ

খুলনায় অস্বাস্থ্যকর পানি বোতল ও বাজারজাত করায় লক্ষাধিক টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

খুলনায় অস্বাস্থ্যকর পানি বোতলজাত ও বাজারজাত করণের দায়ে ২ জন’কে ১ লাখ ১০ হাজার টাকা অর্থদন্ড করেছে র‌্যাব-৬ এর ভ্রাম্যমাণ আদালত ।

র‌্যাব সূত্রে জানা যায়, আজ সোমবার (২৮ ডিসেম্বর) র‌্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল ও খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সহযোগীতায় কেএমপি, খুলনার দৌলতপুর থানাধীন পাবলা এলাকায় ‘অকসি ড্রিংকিং ওয়াটার’ নামক প্রতিষ্ঠান এবং খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন রুপসী রুপসা দক্ষিণ মুহাম্মাদনগর আবাসিক এলাকায় ‘মাসাফি ড্রিংকিং ওয়াটার’ নামক প্রতিষ্ঠানে মোবাইলকোর্ট পরিচালনা করে। এসময় অস্বাস্থ্যকর পানি বোতলজাত এবং বাজারজাত করণ করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিএস) আইন মোতাবেক মোঃ আনোয়ার হোসেন(৫৬), পিতা-মোঃ খোরশেদ, সাং-পাবলা, থানা-দৌলতপুর, কেএমপি, খুলনা’কে ৬০ হাজার টাকা এবং মোল্লা ইসমাইল হোসেন(৩৩), পিতা-মোল্লা ইউনুস আলী, সাং-বানরগাতী, থানা-সোনাডাঙ্গা, কেএমপি, খুলনা’কে ৫০ হাজার টাকাসহ মোট ১ লাখ ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি ২জন মোবাইল কোর্টের জরিমানার অর্থ পরিশোধ করলে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট জরিমানার আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করেন।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!