খুলনার দিঘলিয়া উপজেলার এক ইউপি চেয়ারম্যানের বাড়ীতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বৃহস্পতিবার বেলা ১২ টার সময় বিছিন্ন করেছে ওজোপাডিকো। দীর্ঘদিন ধরে ওই ইউপি চেয়ারম্যান নিজ বাড়ির মিটার থাকার পরও অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন।
চেয়ারম্যানের বিলাসবহুল ৫ তলা বাড়ির মিটারে প্রতি মাসে মাত্র ৩০ থেকে ৪০ ইউনিটের বিল আসে এ বিষয়টি বিদ্যুৎ বিভাগের নজরে আসলে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ওজোপাডিকোর উপসহকারি প্রকৌশলি মোঃ মজিবর রহমান এবং উপসহকারি প্রকৌশলী মোঃ বিল্লাল হোসেন এর নেতৃত্বে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ওই ইউপি চেয়ারম্যানের বাড়িতে গিয়ে দেখতে পান তিনি অবৈধভাবে সম্পুর্ন বাড়ীর ব্যবহৃত বিদ্যুৎ খাম্বায় কোটা লাগিয়ে ব্যবহার করছিলেন। এসময় তার বিদ্যুৎ পোল থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ।
ঘটনার সত্যতা স্বীকার করে ওজোপাডিকো নির্বাহী প্রকৌশলী বিক্রয় ও বিতরণ বিভাগ (৩) পলাশ কুমার বলেন, ‘অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহার করায় ইউপি চেয়ারম্যানের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ।’
তিনি আরো বলেন, ‘অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারী যেই হোক না কেন তিনি আইনের উর্ধ্বে নয় । অবৈধ বিদ্যুৎ ব্যবহার করায় ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।’
এ দিকে ইউপি চেয়ারম্যানের বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ থাকায় এলাকাবাসী ক্ষোভ ও নিন্দা এবং সাথে সাথে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
খুলনা গেজেট/এনএম