রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

খুমেক ল‌্যাবে ৪৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে ২৪ ঘন্টায় আরও ৪৫ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। যার মধ্যে ৩০ জনই খুলনা জেলা ও মহানগরীর।

বৃহস্প‌তিবার ২৭ আগস্ট খুমেকের পি‌সিআর ল‌্যাব থে‌কে এ তথ‌্য জানা‌নো হয়।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেকের আরটি-পিসিআর মেশিনে মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনার নমুনা ছিলো ২১৩ টি। এদের মধ্যে মোট ৪৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ৩০ জন খুলনার। এছাড়াও খুমেকের ল্যাবে সাতক্ষীরা ৬ বা‌গেরহাটের ৫ যশোরের ১ ও নড়াই‌লে ৩ জ‌নের ক‌রোনা শনাক্ত হয়ে‌ছে।

 

খুলনা গেজেট / এমবিএইচ/ এমএম   




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন