শুক্রবার । ২১শে নভেম্বর, ২০২৫ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩২

ফুলতলায় পরকিয়ার জেরে ধর্ষণের শিকার গৃহবধু, ধর্ষক আটক

ফুলতলা প্রতিনিধি

পরকিয়া সম্পর্কের জের ধরে লম্পট প্রেমিক কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে গৃহবধু (২১)। পুলিশ লম্পট প্রেমিক রমজান আলী মোল্যা (২২)কে আটক করে জেলহাজতে প্রেরণ এবং ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৯টায় ফুলতলার ছাতিয়ানি গ্রামে। সে ওই গ্রামের শহিদুল মোল্যার পুত্র।

পুুলিশ ও এলাকাবাসী জানায়, রমজান আলী মোল্যার সাথে একই গ্রামের জনৈক মুদি দোকানীর স্ত্রীর সাথে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারই জের ধরে বৃহস্পতিবার রাত নয়টায় প্রেমিকের ডাকে সাড়া দিয়ে উভয়ে পাশ্ববর্তী সোহরাবের বাঁশবাগানে গিয়ে ধর্ষণের শিকার হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর ধর্ষিতার স্বামী সোহাগ জমাদ্দারের বাদি হয়ে রমজান মোল্যাকে আসামি করে ফুলতলা থানায় মামলা (নং-১৭) দায়ের করেন। রমজান মোল্যাকে আটক করে জেলহাজতে প্রেরণ এবং ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন