রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২
মহসেন জুট মিল

জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান শ্রমিকদের

ফুলবাড়িগেট প্রতিনিধি

ব্যক্তি মালিকানাধীন মহসেন জুট মিল শ্রমিক কর্মচারীদের পিএফ, গ্রাচুটিসহ চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে বৃহস্পতিবার ২৭ আগস্ট বেলা ১২ টায় খুলনা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইউসুফ আলীর নিকট স্বারকলিপি প্রদান করেছেন।

আগামী ৩১ আগষ্টের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ না হলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে  অবস্থান কর্মসুচির হুশিয়ারী দিয়েছেন শ্রমিক নেতারা।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন জাতীয় মুজুরি বোর্ডের সদস্য, মিলের সিবিএ সাবেক সভাপতি ও শ্রমিকলীগ নেতা শহিদুল্লাহ খা, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, কাগজী ইব্রাহিম, ইঞ্জিল কাজী, ক্বারী আছহাব উদ্দিন,  সাবেক সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, আমির মুন্সি, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, আবু জাফর, মঙ্গল শেখ, সোহরাব শেখ, সালাম খান, সাইফুল্লাহ তারেক, ইলিয়াজ হোসেন, আইনউদ্দিন প্রমুখ ।

গত ২৬ জুলাই খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রিপক্ষিয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ২৬ আগষ্ট চুড়ান্ত পাওনা মিল মালিকের পরিশোধ করার কথা থাকলেও  কোন টাকা পরিশোধ করা হয়নি।

 

খুলনা গেজেট/নাফি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন