পাইকাগাছার গড়ইখালী ইউনিয়েনের আবাসন প্রকল্পের ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা বাঁধ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামত করা হয়েছে। পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবুর নির্দেশনায় বৃহস্পতিবার সকালে প্যানেল চেয়ারম্যান ও সাবেক কৃতি ফুটবলার আব্দুস সালাম কেরুর তত্বাবধায়নে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত বাঁধটি মেরামত করেন। দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সাথে মেরামত কাজে অংশ নেন উপজেলা আওমীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত লিপিকা ঢালী ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু।
এছাড়া স্থানীয় দলীয় নেতাকর্মীদের মধ্যে কাজে অংশগ্রহণ করেন আওয়ামীলীগ নেতা গাজী আব্দুস সাত্তার, আলহাজ্ব আয়ুব আলী, আজিজুর রহমান, মনিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক গাজী, আবুল কালাম আজাদ, কুদ্দুস সরদার, প্রভাষক ইমতিয়াজ উদ্দিন, যুবলীগ নেতা তরিকুল ইসলাম, মানবেন্দ্র সানা, স¤্রাট সরদার, হাফিজুর রহমান, আলআমিন লিটন, ছাত্রলীগনেতা ফয়সাল হোসেন, শাহিন শাহ বাদশা, রবিউল ইসলাম, রসুল গাজী ও বুলবুল গাজী। উল্লেখ্য গত ২০ আগস্ট অমাবস্যার প্রভাবে নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা (চিংড়ী ঘেরের) বাঁধ ভেঁঙ্গে ও উপচে গড়ইখালীর দুটি আবাসন তলিয়ে যায়। এতে ব্যাপক ক্ষয় ক্ষতি সহ পানি বন্দি হয়ে পড়ে দুটি আবাসনের দেড় শতাধিক পরিবার। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে এক মেট্রিক টন চাউল বরাদ্দ দিয়েছেন বলে আবাসনের বাসিন্দারা জানিয়েছেন
খুলনা গেজেট/এমবিএইচ