খুলনার শিরোমণি শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধিন মহসেন জুট মিলস শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে ২য় দিনের মত বুধবার সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত মিল গেটে অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিকরা।
কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ বলেন, আমাদের পিএফ, গ্রাইচুটিসহ চূড়ান্ত পাওনা আজও মিল মালিক আমাদের দেয়নি, বারবার তারিখ দেওয়ার পরও সেটা কার্যকর করছে না, অথচ মিলের সিবিএ নেতারা শ্রমিকের টাকা পরিশোধ হওয়ার আগেই মিল থেকে মিলের ম্যাশিনারিজসহ অনেক মালামাল বের করে নিয়ে গেছে, শ্রমিকের স্বার্থের কথা না ভেবে তারা নিজেদের আখের গুছিয়েছে। অতিদ্রুত পাওনা পরিশোধ না করা হলে কঠিন কর্মসূচির হুশিয়ারি দেন শ্রমিক নেতারা। বৃহস্পতিবার ৩য় দিনের মত অবস্থান কর্মসূচি পালিত হবে বলে জানান নেতৃবৃন্দ।
মিলের শ্রমিক বীর মুক্তিযোদ্ধা ক্বারী মোঃ আছহাব উদ্দিন এর সভাপতিত্বে ও বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক এর পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন মোঃ জামাল হোসেন, মোঃ আশরাফ হোসেন, মোঃ শহিদ সরদার, মোঃ আনোয়ার হোসেন, নুর ইসলাম, মান্নান, মোঃ ইকবাল, হুমায়ুন, সুলতান শেখ, আইনউদ্দিন, মাহাবুব, আমির মুন্সি, শেখ বাবুল হোসেন, মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।
খুলনা গেজেট/এনএম