মোংলা বন্দরে দূর্ঘটনা কবলিত তেলের ট্যাংকারটি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়ার পর মেরামত শেষে খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছে তেলের ট্যাংকাটি এ তথ্য নিশ্চিত করেছেন মোংলা বন্দর কতৃপক্ষ।
মোংলা বন্দর কতৃপক্ষের বোর্ড ও জনসংযোগ উপ সচিব মোঃ মাকরুজ্জামান মুন্সি বলেন শনিবার (১৮ ডিসেম্বর) সকালে মোংলা বন্দরের পুরাতন চ্যানেলের ১৫ নং বয়ায় এম.টি মনোয়ারা নামের একটি তেলের ট্যাংকার চ্যানেলের এর বাইরে চলে যায় এবং সামনের অংশ পুরানো Wreck Ocean Wave এর সাথে সামনের অংশে ধাক্কা লাগে এর ফলে ট্যাংকারটি (Ballast tank) ছিদ্র হয়ে ডুবে যায়। ট্যাংকটি কোস্ট গার্ড এবং বাংলাদেশ নৌ-বাহিনীর তত্ত্বাবধানে থাকে পরে নৌ-বাহিনীর ডুবুরি দলের সহায়তায় ট্যাংকারটির (Ballast tank)ছিদ্র হওয়া অংশ মেরামত করা হয়। মেরামত শেষে শনিবার রাত ৯টার সময় তেলের ট্যাংকারটি জোয়ারের সাথে ভেসে উঠে এবং নিজস্ব ইঞ্জিনের সাহায্যে চ্যানেলে প্রবেশ করে।
রাত পৌনে একটার সময় কোস্টগার্ড জাহাজ মনসুর আলীর কাছ থেকে ট্যাংকারটি মোংলা বন্দর কর্তৃপক্ষ বুঝে নেয় এবং বন্দর কর্তৃপক্ষের টাগ বোট ‘সুন্দরবন’ এর সহায়তায় রবিবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টার সময় পি.পি জেটি নিকটবর্তী বয়ায় নোঙর করে। রবিবার সকালে ট্যাংকারটি নিজস্ব ইঞ্জিন চালিয়ে খুলনার খালিশপুরস্থ যমুনা ওয়েল কোম্পানি লিমিটেড উদ্দ্যেশ্যে রওনা করে।
খুলনা গেজেট/ এস আই