খুলনা, বাংলাদেশ | ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা
  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের

কুয়েটে ‘ইআইসিটি ২০২১’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী

নিজস্ব প্রতিবেদক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ১৭ থেকে ১৯ ডিসেম্বর তিন দিনব্যাপী ৫ম ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (ইআইসিটি ২০২১)’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের সফল সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

কুয়েটের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) অনুষদের আয়োজনে কনফারেন্সটির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। কনফারেন্সের আয়োজকদের পক্ষ থেকে বক্তৃতা করেন কনফারেন্সের অর্গানাইজিং চেয়ার এবং কুয়েটের ইইই অনুষদের ডীন অধ্যাপক ড. কে এম আজহারুল হাসান, কনফারেন্সের টেকনিক্যাল প্রোগ্রাম কমিটির (টিপিসি) চেয়ার ও ইইই বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহজাহান, কনফারেন্সের অর্গানাইজিং সেক্রেটারী ও কুয়েটের ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. নরোত্তম কুমার রায়, কনফারেন্সের টেকনিক্যাল প্রোগ্রাম কমিটির (টিপিসি) সেক্রেটারী ও ইইই বিভাগের অধ্যাপক ড. মোঃ সালাহ উদ্দীন ইউসুফ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম এম এ হাসেম, ইইই বিভাগের অধ্যাপক ড. মুহাঃ রফিকুল ইসলাম এবং ইইই বিভাগের অধ্যাপক ড. আশরাফুল গণি ভূঁইয়া।

উল্লেখ্য, তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ১৫ টি দেশ থেকে ২৩৮ টি গবেষণা পেপার থেকে বাছাইকৃত ৯৯ টি টেকনিক্যাল পেপার মোট ২৩ টি টেকনিক্যাল সেশনে উপস্থাপন করা হয়। এছাড়া কনফারেন্সে ৬ টি কী-নোট সেশন উপস্থাপন করা হয়। সম্মেলনে দেশ-বিদেশী গবেষক, শিক্ষক, দেশের স্বনামধন্য প্রকৌশলী ও প্রযুক্তিবিদগণসহ অন্যান্যরা অংশগ্রহন করেছেন।

সমাপনী অনুষ্ঠানে কনফারেন্সে বিভিন্ন দায়িত্ব পালনকারীদের শুভেচ্ছা স্মারক এবং চারটি বেস্ট পেপার এ্যওয়ার্ড প্রদান করা হয়। আগামী ২১-২৩ ডিসেম্বর, ২০২৩ সালে ৬ষ্ঠ ইআইসিটি কনফারেন্সে সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!