রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

মানবাধিকার প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

মানবাধিকার বিষয়ক প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এতে খুলনার কর্মরত ২০জন সাংবাদিক অংশগ্রহন করেছেন। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় জাতিসংঘ উন্নয়ন তহবিলের (ইউএনডিপি মানবাধিকার প্রকল্প) সহযোগিতা করে।

খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।

কর্মশালায় নারী-শিশুসহ মানবাধিকার সম্পর্কিত প্রতিবেদন তৈরিতে পেশাগত দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক আইন ও ঘোষণাপত্র দিয়ে আলোচনা করা হয়। বিএমএসএফ খুলনার সমন্বয়কারী ওয়াহেদ উজ জামান বুলুর সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক ছিলেন মানবাধিকার কর্মী ও শিশু সাংবাদিক প্রশিক্ষক সাংবাদিক পলাশ রায় ও বিএমএসএফ’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফারজানা ববি নাদিরা।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন