টানা জৈব সুরক্ষা বলয়ের ধকল। আর সামনে অনেক সিরিজ। নিউজিল্যান্ডে গিয়েও মেলেনি স্বস্তি। কয়েক দফায় বেড়েছে বিধিনিষেধ। এমন অবস্থায় নিউজিল্যান্ড সিরিজ রেখে চলে আসতে চেয়েছিলেন ক্রিকেটাররা।
তবে বিসিবি তাতে রাজি হয়নি। ফের যদি কোয়ারেন্টাইন বাড়ে তাহলে নতুন করে সিদ্ধান্ত নেবে তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত ৮ ডিসেম্বর দেশ ছাড়ে বাংলাদেশ দল। কিউই সফরে গিয়ে বিপাকে পড়েছে সফরকারীরা। দলে করোনাভাইরাসের সংক্রমণ ও দেশটির করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় বাংলাদেশ দলের কোয়ারেন্টাইনের মেয়াদ বৃদ্ধি পেয়েছে।
আজ (শনিবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনআনুষ্ঠানিক সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, শারীরিক ও মানসিক চাপের কারণে চলে আসতে চেয়েছিলেন ক্রিকেটাররা, তবে সিরিজ শেষ না করে দলকে দেশে ফিরিয়ে আনতে চায় না বোর্ড।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড গেছে বাংলাদেশ দল। সেখানে গিয়ে কোয়ারেন্টাইন জটিলতায় পড়েছে সফরকারীরা। গতকাল বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দলটির বেশ কয়েকজন ক্রিকেটার কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়ে অনুশীলন নেমেছিলেন। তবে আবার শুনতো হলো দুঃসংবাদ। আপাতত ২১ ডিসেম্বর পর্যন্ত আবার বন্দি জীবন কাটাতে হবে তাদের।
পাপন জানালেন, ২১ তারিখের পর আবার কোয়ারেন্টাইন বৃদ্ধি করলে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে বিসিবি। তবে সিরিজ বাতিলের শঙ্কা উড়িয়ে দিলেন পাপন।
সিরিজের প্রথম ম্যাচটি গড়ানোর কথা আছে আগামী ১ জানুয়ারি, বে ওভালে। দ্বিতীয় ও শেষ ম্যাচটি হওয়ার কথা ৯ জানুয়ারি হ্যাগলি ওভালে।
খুলনা গেজেট/ এস আই