সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

নদীতে অবৈধভাবে পণ্য পরিবহন করায় বাল্কহেড আটক

মোংলা প্রতিনিধ

ফাইল ছবি
ফাইল ছবি

১৭ ডিসেম্বর সন্ধ্যায় মোংলা পশুর নদী থেকে অবৈধভাবে মোংলা বন্দরে পণ্য পরিবহন করায় `এম বি জামাল’ নামে একটি বাল্কহেড আটক করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার ও কঞ্জারভেন্সি বিভাগ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব ও হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। বাল্কহেডটিতে ৬০০ মেট্রিক টন ইউরিয়া সার বহন করছিল বলেও জানান তিনি।

মোংলা বন্দরে বাল্কহেডে করে (বালু টানার ছোট নৌযান) যে কোনও পণ্য পরিবহন নিষিদ্ধ। এই নিয়ম অমান্য করে যেসব বাল্কহেট পণ্য পরিবহন করে তাদের বিরুদ্ধে চলমান এই অভিযান।

আটক বাল্কহেডটি বন্দরের হারবাড়িয়া-৭ এ অবস্থানরত ভিয়েতনাম পতাকাবাহী “এম ভি কনভিং ৮৯” জাহাজ থেকে ইউরিয়া সার বোঝাই করেছে বলে হারবার বিভাগ জানায়। পশুর নদী থেকে আটক হওয়া এম বি জামাল বাল্কহেডটি বন্দরের ৬ নম্বর জেটিতে রাখা হয়েছে। এটির মালিক আশুগঞ্জের মোঃ জামাল উদ্দিন। বাল্কহেডটিতে ছয়জন স্টাফ রয়েছে বলে জানা গেছে।

অবৈধভাবে পণ্য পরিবহন করায় বাল্কহেডটির বিরুদ্ধে বন্দরের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন