শুক্রবার । ২১শে নভেম্বর, ২০২৫ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় মুরা‌দের বিরু‌দ্ধে মামলার আ‌বেদন খা‌রিজ

নিজস্ব প্রতিবেদক

সদ্য পদ হারানো তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার আ‌বেদন খারিজ করে দিয়েছেন খুলনা সাইবার ট্রাইব্যুনাল আদালত।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন আদাল‌তের বেঞ্চ সহকারী দিপন কুমার মন্ডল। তি‌নি জানান, আদালত সিআ‌রপি‌সি ২০৩ ধারা মোতা‌বেক মামলা‌টি খা‌রিজ ক‌রে‌ছেন।

মামলার বাদী এড. গোলাম মওলা জানান, নিম্ন আদাল‌ত মামলা খা‌রিজ ক‌রে দি‌লেও আমরা উচ্চ আদাল‌তের শরণাপন্ন হব। এর আ‌গে বেলা ১১ টা থে‌কে দুপুর ১২ টা পর্যন্ত বিচারক বাদী প‌ক্ষের আ‌বেদন শো‌নেন। এরপর দুপুর ১ টার দি‌কে জানা‌নো হয় মামলা‌টি থা‌রিজ ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন