সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

ফকিরহাট বাজারে মুদী দোকানে চুরি

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাট বাজারে গভীর রাতে এক মুদী দোকানে চুরি সংঘটিত হয়েছে। ১১ ডিসেম্বর গভীর রাতে ফকিরহাট সদর বাজারের পলাশ ষ্টোরে ওই চুরির ঘটনাটি ঘটে।

এতে ওই দোকানের ক্যাশে থাকা ত্রিশ হাজার টাকা ও দোকানে বিক্রির উদ্দেশ্যে আনা পাঁচ কার্টুন সিগারেট খোয়া গেছে বলে ভুক্তভোগী মুদী দোকানী জানিয়েছে। ফকিরহাট মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ফকিরহাট সদর বাজারের পলাশ ষ্টোরের স্বত্বাধিকারীরা পলাশ দেবনাথ জানান, শনিবার রাত দশটার দিকে অন্যান্য দিনের মত তার দোকান  করে তিনি বাড়ীতে চলে যান। এরপর রাতের কোনো এক সময় চোরেরা তার দোকানের পেছনের দিক থেকে উপরের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে ক্যাশে থাকা তিরিশ হাজার টাকা ও পাঁচ কার্টুন সিগারেট নিয়ে যায়।

বাজার পাহারা থাকা অবস্থায় চুরির ঘটনায় ফকিরহাট বাজারের ব্যবসায়ীরা একদিকে যেমন ক্ষুব্ধ অন্যদিকে তেমন হতাশ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন