বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হাসান বকুল। পিতা মৃত শরিফুল ইসলাম ও মাতা আফিয়া ইসলাম। জন্মেছেন ১৯৫৬ সালের ১৮ আগস্ট। ২০১২ সালের ১৩ এপ্রিল এ মহান বীর মুক্তিযোদ্ধা ইন্তেকাল করেন। তিনি মির্জাপুরের অধিবাসী ছিলেন।
মুজিববাহিনী খুলনা জেলা ৭১ গ্রন্থে উল্লেখ করা হয়েছে, আবু হাসান বকুল খুলনা শহরে পাকিস্তানী সেনাবাহিনী হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগ করলে তার বড় ভাই মুকুল ভারতে যেয়ে প্রশিক্ষণ এবং লেফটেনেন্ট মাহফুজ বেগের নির্দেশে যুদ্ধে অংশ নেন। তারপর বীর মুক্তিযোদ্ধা আবু হাসান বকুল খুলনা ছেড়ে ভারতে যান।
এক পর্যায়ে ভারতের ধর্মতলায় খুলনাস্থ হাজী মহসীন রোডের আবু জাফরের সাথে তার দেখা হয়। তিনি বকুলকে যুদ্ধে অংশ নেয়ার পরামর্শ দেন। তারপর তিনি বশিরহাটে মুজিব বাহিনীর হেডকোয়ার্টারে আসেন। শেখ কামরুজ্জামান টুকুর নির্দেশে ব্যারাকপুর ক্যান্টনমেন্টে কয়েকদিন অবস্থান করে দেরাদুন মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণের জন্য শাহারানপুর বিমানবন্দরে পৌঁছান। হিমালয়ের ওপর টা-ুয়া ক্যাম্পে যুদ্ধের প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে ব্যারাকপুর সেনানিবাস থেকে অস্ত্র গোলাবারুদ নিয়ে শেখ কামরুজ্জামান টুকুর নেতৃত্বে দেবহাটা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
পাইকগাছা থানার পাতড়াবুনিয়ায় বিএলএফ হেডকোয়ার্টারে অবস্থান করেন। পাশ্ববর্তী ক্যাম্পগুলোতে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেন। ডিসেম্বরের প্রথম সমপ্তাহে কপিলমুনি রাজাকার ক্যাম্প ও ১৪-১৭ ডিসেম্বর গল্লামারীস্থ রেডিও সেন্টার দখলের যুদ্ধে অংশ নেন। ১৯৭২ সালের জানুয়ারি মাসে অস্ত্র জমা দিয়ে ঘরে ফেরেন।
খুলনা গেজেট/এমএম