যথাযোগ্য মর্যাদায় কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে পালিত হল বাংলাদেশের জাতির পিতা ও স্হপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও সেদেশের সুবর্ণজয়ন্তী উৎসব (৫০ বছর)। শুক্রবার এছাড়াও ভরত -বাংলাদেশ মৈত্রীর ৫০ বছর পূর্তিও পালিত হয়।
অনুষ্ঠানের আয়োজক কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন। সহযোগিতায় ফ্রেণ্ডস অব বাংলাদেশ। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোহা: শাহরিয়ার আলম।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন ,বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের সহভাগী ভারতও। ভারতকেও গর্বিত করবে। ভারতের জনগণ তা অনুভব করবেন। তিনি এও বলেন , দেশে-বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র ও অপচেষ্টা চলছে। নানা প্রতিকুলতার মধ্যে বাংলাদেশ সেগুলিকে মোকাবিলাও করছে। এদিন মোহা: শাহরিয়ার আলম অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ এস এম শামসুল আরোফিনের “Bangladesh @50” এবং সত্যম রায় চৌধুরীর “Bangladesh for You” নামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি পশ্চিমবঙ্গ সরকারে কারিগরি শিক্ষা রাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবীর। তিনি বলেন, এই বইগুলি ভবিষ্যৎ গবেষকদের কাজে লাগবে। এদিন অন্যান্যদের মধ্যে ভাষণ দেন প্রবীণ সাংবাদিক মানস ঘোষ, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সূর, বিবেকানন্দ ইন্টারন্যশনাল ফাউণ্ডেশনের ফেলো রাধা দত্ত,ফ্রেণ্ডস অব বাংলাদেশের সত্যম রায় চৌধুরী, কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনার তৌফিক হাসান প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ।
খুলনা গেজেট/এমএম