শুক্রবার । ২১শে নভেম্বর, ২০২৫ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩২

মহসেন জুট মিলের শ্রমিকদের ৬ দফা দাবিতে জনসভা

ফুলবাড়ীগেট প্রতিনিধি 

ব্যক্তি মালিকানাধীন মহসেন জুট মিল শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধ, জুট স্পিনার্স , এ্যাজাক্স , সোনারী জুট মিলের শ্রমিকদের বকেয়া, মজুরি পরিশোধ , বন্ধ কলকারখানা চালুসহ ছয় দফা দাবিতে শুক্রবার বিকাল ৩ টায় মহসেন জুট মিল সংলগ্ন গাফফারফুড মোড়ে শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয় ।

মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী আমির মুন্সির সভাপতিত্বে , শ্রমিক ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

জনসভায় শ্রমিক নেতারা বলেন সরকারি জুট মিলের শ্রমিকদের দেনা পাওনা পরিশোধ করা হলেও বেসরকারী জুট মিলের শ্রমিকরা বছরের পর বছর তাদের পাওনাদি না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছে। বিনা চিকিৎসায় অনেক শ্রমিক মৃত্যুবরণ করেছে অর্থ অভাবে অনেক মেধাবি শ্রমিক পরিবারের সন্তানদের লেখাপড়া বন্দ হয়ে গেছে। শ্রমিকের পাওনা পরিশোধের ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন শ্রমিক নেতারা।

জনসভা থেকে ২ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আগামি ১২ ডিসেম্বর রবিবার সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন, ও ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮ টায় শ্রম ও প্রতিমন্ত্রী বেগম মুনুজান সুফিয়ান এমপির নিকট স্মারকলিপি প্রদান।

শ্রমিক জনসভায় বক্তৃতা করেন ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, মহসেন জুট মিলের শ্রমিক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাব উদ্দিন, আমির মুন্সি, সোনালী জুট মিলের শ্রমিক নেতা সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, মোঃ বাবুল খান, লুৎফর রহমান, মোঃ বিল্লাল শেখ, বিল্লাল মোড়ল, কাশেম মুন্সি, এ্যাজাক্স জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াহিদ মুরাদ, আজাহার মাদবর। জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা আলাউদ্দিন, মোঃ কেসমত , মোঃ আনছার, আবু তালেব, হোসেন আলী, মোঃ জামাল হাসান, আতাউর প্রমুখ ।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন