যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এবার কন্যা সন্তানের বাবা হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রী বরিস জনসনের কন্যা সন্তান হওয়ার কথা জানানো হয় তার কার্যালয় থেকে। পরে অবশ্য জনসন নিজে জানিয়েছেন সুসংবাদটি।
লন্ডনের একটি হাসপাতালে ৩৩ বছর বয়সী ক্যারী জনসন ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। ৫৭ বছর বয়সী জনসনের সপ্তম এবং ক্যারি জনসনের দ্বিতীয় সন্তান এবার মেয়ে হলো।
৩৩ বছরের ক্যারির সঙ্গে ৫৭ বছরের জনসন অনেক আগেই জুটি বেঁধেছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে বসবাস করছেন তারা। গত বছর এপ্রিলে তাদের প্রথম পুত্র সন্তান হয়। চলতি বছর জুলাই মাসে এই জুটি তাদের আরেকটি সন্তান সম্ভাব্যের সুখবর জানান সবাইকে।
এর আগে দুবার বিয়ে করেছেন বরিস জনসন। তার কতজন সন্তান, তা নিয়ে সংবাদমাধ্যমে নানা আলোচনা ছিল। সম্প্রতি একটি মার্কিন সংবাদমাধ্যমকে বরিস নিজেই জানান, তার ছয়টি সন্তান রয়েছে। কন্যা সন্তান হওয়ায় সংখ্যাটি সাতে পৌঁছালো।
খুলনা গেজেট/এনএম