শুক্রবার । ২১শে নভেম্বর, ২০২৫ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩২

খুলনার যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে শনিবার

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় শনিবার (১১ ডিসেম্বর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিক্রয় ও বিতরণ বিভাগ-১, ওজোপাডিকো খুলনার আওতাধীন ৩৩/১১ কেভি সিটি মেইন উপকেন্দ্রের জরুরী রক্ষনাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) ওজোপাডিকোর বিক্রয় ও বিতরন বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে : শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দোলখোলা ফিডারের আওতাধীন শান্তিধাম মোড়, পুরাতন সন্ধ্যা বাজার, সাতরাস্তা, দোলখোলা মোড়, শীতলাবাড়ি, মৌলভীপাড়া, টিবি বাউন্ডারি রোড, মিয়াপাড়া পাইপের মোড়, স্লাপ রোড, এম দাস লেন, টুটপাড়া সেন্ট্রাল রোড, লোহার গেট, পূর্ব বানিয়া খামার, রাস্তার মাথা ও তদসংলগ্ন আবাসিক এলাকা।

এছাড়া দুপুর ১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বাগমারা ফিডারের আওতাধীন ইকবাল নগর, পুরাতন সন্ধ্যা বাজার, রায়পাড়া, মুসলমান পাড়া, জাহিদুর রহমান সড়ক, সফেদাতলা মোড়, গফফারের মোড়, বাগমারা মেইন রোড, মতলেবের মোড়, মিস্ত্রীপাড়া, সোনামণি স্কুল ও তদসংলগ্ন আবাসিক এলাকা।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন