আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির খুলনা বিভাগীয় প্রতিযোগিতায় বালক বিভাগে স্বাগতিক যশোর ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে নড়াইল জেলা দল। বৃহস্পতিবার যশোর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা।
এদিন প্রথমে অনুষ্ঠিত হয় বালিকাদের ফাইনাল খেলা। বিভাগীয় পর্যায়ের শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি হয় ঝিনাইদহ ও নড়াইল জেলা দল। এ খেলায় ৬৯—১৭ পয়েন্টে জয় তুলে নেয় নড়াইলের বালিকারা। বিজয়ী নড়াইল আটটি লোনা ও তিনটি বোনাস পয়েন্ট সংগ্রহ করে। প্রতিপক্ষ ঝিনাইদহ কোনো লোনা সংগ্রহ করতে পারেনি। তারা ছয়টি বোনাস পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়।
দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত বালকদের শীর্ষস্থান দখলের লড়াইয়ে অংশ নেয় স্বাগতিক যশোর ও সাতক্ষীরা জেলা দল। দুটি জেলার খেলোয়াড়দের লড়াই ছিল দারুণ উপভোগ করার মতো। শেষ পর্যন্ত এক পয়েন্টের ব্যবধানে জয় তুলে নেয় স্বাগতিক যশোর জেলা দলের খেলোয়াড়রা। সাতক্ষীরা পরাজিত হয় ৩৪—৩৩ পয়েন্টের ব্যবধানে।
প্রথমার্ধে যশোর ১৭টি আউট পয়েন্ট, দু’টি বোনাস ও সমসংখ্যক লোনা পেয়ে ২১ পয়েন্ট সংগ্রহ করে। প্রতিপক্ষ সাতক্ষীরা এই অর্ধে ১৫টি আউট পয়েন্ট, একটি বোনাস ও দু’টি লোনা পেয়ে অর্জন করে ১৮ পয়েন্ট।
দ্বিতীয়ার্ধের খেলায় কোনো বোনাস ও লোনা সংগ্রহ করতে না পারলেও যশোর ১৩টি আউট পয়েন্ট সংগ্রহ করে। সাতক্ষীরাও এই অর্ধে কোনো লোনা সংগ্রহ করতে পারেনি। তারা একটি বোনাস পয়েন্ট ও ১৪টি আউট পয়েন্ট লাভ করেও জয় তুলে নিতে ব্যর্থ হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি খন্দকার মহিদ উদ্দিন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নির্বাহী সদস্য এসএম ইয়াকুব আলী। উপস্থিত ছিলেন পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন প্রশাসনিক কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা।