যুক্তরাষ্ট্র সফরে গিয়ে করোনাভাইরাস পজিটিভ হয়েছেন অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী বারনাবি জয়েস। রাষ্ট্রীয় সফরে অস্ট্রেলিয়া থেকে যুক্তরাজ্য হয়ে ওয়াশিংটন ডিসিতে গিয়ে তিনি ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বারনাবির দফতর এক বিবৃতিতে এই তথ্য সামনে এনেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, উপ-প্রধানমন্ত্রী বারনাবি জয়েস করোনা পজিটিভ হলেও প্রতিনিধি দলের অন্য সদস্যরা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। আর তাই পরবর্তী নির্দেশনা বা পরামর্শ না দেওয়া পর্যন্ত জয়েস আইসোলেশনে থাকবেন।
রয়টার্স বলছে, রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর অস্ট্রেলীয় উপ-প্রধানমন্ত্রী বারনাবি জয়েসের শরীরে মৃদু উপসর্গ দেখা দেয় এবং এরপরই তিনি করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। পরীক্ষায় তার রেজাল্ট পজিটিভ আসে। করোনা মহামারি শুরুর পর থেকে উচ্চপর্যায়ের অস্ট্রেলীয় কোনো নেতা হিসেবে তিনিই প্রথম ভাইরাসটিতে আক্রান্ত হলেন।
গত মঙ্গলবার ব্রিটেন থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছান বারনাবি জয়েস। যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা হওয়ার আগে তিনি ব্রিটিশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন।