র্যাব-৬ এর একটি দল মঙ্গলবার রাতে ফুলতলা বাজারের জামিরা সড়কে অভিযান চালিয়ে চার মামলার আসামী মোঃ রুস্তম শিকদার (৪৫)কে বন্দুকের ৫ রাউন্ড কার্তুজসহ আটক করে। সে দামোদর পূর্বপড়া গ্রামের আঃ খালেক শিকদারের ছেলে।
পুলিশ জানায়, ফুলতলা বাজারের জামিরা সড়কের ভূঁইয়া সাইকেল স্টোরের সামনে থেকে মঙ্গলবার রাতে র্যাব-৬ এর একটি দল রুস্তম শিকদারকে আটক এবং তার কাছে থেকে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ফুলতলা থানায় মামলা (নং- ০৬, ০৭/১২/২১ ইং) হলে বুধবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
আটককৃত রুস্তমের বিরুদ্ধে আরও ৪টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
খুলনা গেজেট/ এস আই