৭৩ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ‘সমাজে শান্তির অগ্রগতি ও ভবিষ্যত প্রজন্মের জন্য ন্যায়পরায়ণ সমাজ গঠন’ শীর্ষক আলোচনা সভা বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন নগর শাখার উদ্যোগে এদিন বিকেল সাড়ে ৩ টায় খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ সভার আয়োজন করা হয়েছে।
ভার্চুয়ালী অনুষ্ঠানের উদ্বোধন করবেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব এবং ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী।
আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ও শেখ হাসিনা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক ডা: মো: মেহেদী নেওয়াজ, খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. তুহিন রায় ও খুলনা প্রেসক্লাবেন সভাপতি এসএম জাহিদ হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সংগঠনের খুলনা মহানগর শাখার সভাপতি মো: নজরুল ইসলাম ও অনুষ্ঠানটির সঞ্চলনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এ মান্নান বাবলু।
সভায় সকলের উপস্থিতি কামনা করেছেন ৭৩ তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন কমিটির আহবায়ক গাজী আলাউদ্দিন আহমদ ও সদস্য সচিব মোঃ আজিজুল হক।