Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংক কর্মকর্তার জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. মাহফুজুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতে জামিনের আবেদন করলে বিচারক জিয়া হায়দার জামিন নামঞ্জুর করেন।

ব্যাংকের ১০১ জন গ্রাহকের স্বাক্ষর জাল করে প্রায় ৪ কোটি ৪৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আছে কর্মকর্তাসহ একাধিকের বিরুদ্ধে। তিনি এর আগে সোনালী ব্যাংকের বাগেরহাট শাখায় কর্মরত ছিলেন।

জানা যায়, গত ১২ জানুয়ারি আদালতে হাজির হয়ে তিনি জামিনের জন্য আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর সে পুনরায় গত মে মাসের শেষ সপ্তাহে ফের জামিনের আবেদন করেন। কিন্তু আদালত জামিন নামমন্জুর করে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের পিপি  খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, আসামিরা পরস্পর যোগসাজশে ২০১৫ সালে ১০১ জন গ্রাহকের অজান্তে তাদের নামে ৪ কোটি ৪৯ লাখ ২৮ হাজার ৪৫৩ টাকা ঋণ মঞ্জুর করে তা আত্মসাৎ করেন। ঘটনা জানাজানি হলে ব্যাংকের অনুকূলে আসামিরা ৩৬ লাখ ৮১ হাজার টাকা ফেরত দেয়। তবে অর্থ আত্মসাতের ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপক খান বাবলুর রহমান বাগেরহাট থানায় মামলা করেন। দুদক বিষয়টি তদন্ত করে আদালতে অভিযোগপত্র দেয়।

 

খুলনা গেজেট/নাফি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন