Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মেহেরপুরে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

মেহেরপুরে কলা ও চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলার আসামি লাল্টুকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আসামি মোঃ মোখলেছুর রহমান লাল্টু(৪০) মেহেরপুরের গাংনী থানার সাহারবাটি বাঙ্গালপাড়া এলাকার মৃত সাইনুদ্দিনের ছেলে।

র‌্যাবের দেওয়া তথ্যে জানা যায়, গত ১৭ অক্টোবর বিকালে ভিকটিম শিশুটি অভিযুক্ত লাল্টুর মেয়ের সাথে প্রতিদিনের মত খেলাধুলা করার জন্য লাল্টুর বাড়িতে যায় ।

এসময় লাল্টুর মেয়ে বাড়ীতে না থাকায় ভিকটিমকে কলা ও চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সয়ন কক্ষে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে লালটু।

ভিকটিম শিশু চিৎকার ও কান্না করে বাড়িতে গিয়ে তার মাকে সব ঘটনা বলে দেয়। ভিকটিমের মা বাদী হয়ে মেহেরপুর জেলার গাংনী থানায় অভিযুক্ত মোঃ মোখলেছুর রহমান লাল্টু (৪০) এর বিরুদ্ধে একটি শিশু ধর্ষণ মামলা দায়ের করে। যার মামলা নং- ৩৪,তারিখ ১৭/১০/২০২১,ধারা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(১),।

মামলা হলে আসামি লাল্টু পালিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপন করে।

মামলার শুরু থেকেই র‌্যাব-৬ (ঝিনাইদ ক্যাম্প) এর একটি চৌকশ আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে। এবং পলাতক আসামিকে গ্রেপ্তার করতে গোয়েন্দা তৎপরতা অব্যহত রাখে।

এরই প্রেক্ষিতে রবিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় গোপন তথ্যের মাধ্যমে জানতে পার যে, আসামি লাল্টু ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন বড়বলদীয়া সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে।

এরপর আভিযানিক দলটি বড়বলদীয়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি লালটুকে গ্রেপ্তার করে।

আসামিকে মেহেরপুর জেলার গাংনী থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন