সাড়ে তিন ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল খেলা, কিন্তু আধঘণ্টার বেশি এগোয়নি। মাত্র ৬ ওভার ২ বল খেলা হওয়ার পর বন্ধ হয়ে যায় খেলা। মেঘলা আবহাওয়ার সুবিধা তুলতে পারেনি বাংলাদেশি পেসাররা। কোনো উইকেট হারায়নি পাকিস্তান। হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন আজহার আলী। প্রথম দিনের পর স্কোরবোর্ডে আরও ২৭ রান করে পাকিস্তান।
পাকিস্তান: ১৮৮/২ (বাবর ৭১*, আজহার ৫২*)
জুটি: ১১৮ রান
দিনের প্রথম বলেই ফাইন লেগে চার মেরে দারুণ শুরু করেন বাবর আজম। পরের ওভারেই বাউন্ডারি হাঁকান আজহার আলী। আগের দিন ৩৬ রানে অপরাজিত ছিলেন, এবাদতকে টানা দুটি চার মেরে দেখা পান টেস্ট ক্যারিয়ারের ৩৪তম হাফসেঞ্চুরির। ১২৬ বলে তিনি ফিফটি করেন। দুজনে ইতিমধ্যে শতরানের জুটি পার করে ফেলেছেন।
এদিকে পরপর দুই ওপেনারকে হারিয়ে খানিকটা চাপে পড়ে পাকিস্তান। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে সেই চাপ অনেকটাই দূরে ঠেলে দেন তিনে আসা আজহার আলী ও অধিনায়ক বাবর আজম। প্রথম বলেই চার মেরে শুরু করেন বাবর। এই জুটিতে প্রথম দিনেই ৯১ বড় প্রতিরোধ গড়ে সফরকারীরা। দ্বিতীয় দিনের শুরুতেই শতরানের জুটি পূর্ণ করেন দুজন।
খুলনা গেজেট/এনএম