বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোংলা উপজেলা যুবদলের সাবেক সম্পাদক নিহত

নিজস্ব প্রতিবেদক

খুলনায় সড়ক দুর্ঘটনায় মো: বাহারুল হাওলাদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে নগরীর লবনচরা থানাধীন হরিণটানা গেট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বাহারুল হাওলাদার মোংলা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

লবনচরা থানার এসআই তপন জানান, নিহত বাহারুল মোটরসাইকেল যোগে হরিণটানা থানার দিকে যাচ্ছিল। লবনচরা থানাধীন হরিণটানা থানা এলাকার গেট সংলগ্ন একটি স্থানে টার্ন করতে গিয়ে অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যায়। এলাকাবাসী ছুটে এসে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত অন্য মোটরসাইকেলের কোন খবর পাওয়া যায়নি। মৃত বাহারুল হাওলাদার মোংলা উপজেলার কাটাখালী গ্রামের মৃত রুস্তম আলী হাওলাদারের ছেলে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন