ডেল্টার পর করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের দাপটে পুরোনো বিধিনিষেধগুলো ফিরছে আবার। এরই জেরে বাংলাদেশ-ভারত সীমান্তেও এসেছে কড়াকড়ি।
এরই ধারাবাহিকতায় এশিয়ার দ্বিতীয়তম স্থলবন্দর বাংলাদেশের সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ঘোজাডাঙা সীমান্তে কঠোর নির্দেশিকা জারি করেছে সেখানকার প্রশাসন। কলকাতার একটি সংবামাধ্যম এ তথ্য দিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওমিক্রন সতর্কতায় বাংলাদেশ থেকে আসা বিভিন্ন পর্যটকদের স্বাস্থ্য পরীক্ষা করছেন স্বাস্থ্যকর্মীরা। কারো করোনা পজিটিভ থাকলে তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে কোয়ারেন্টাইনে। একইসঙ্গে আক্রান্ত ব্যক্তি ওমিক্রনে সংক্রমিতক কি না তাও যাচাই করা হচ্ছে।
পাশাপাশি তাদের সম্পূর্ণ নাম, ঠিকানা এবং গুরুত্বপূর্ণ তথ্য নথিভুক্ত করা হচ্ছে। যাতে তাদের দ্রুত চিহ্নিত করা যায়।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে চিহ্নিত করেছে।
এরপর থেকেই ওমিক্রনের ভয়াবহতা ও সংক্রমণ ছড়ানোর ক্ষমতা নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা।
খুলনা গেজেট/ এস আই