ক্রিকেট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব এর খুলনা শাখার উদ্যোগে শুরু হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা। আজ বুধবার সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা টাউন ক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার বয়স ভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান সুজন আহমেদ। খুলনার প্রয়াত ক্রিকেটার শেখ সালাহ উদ্দিন, রানা, সেতু, কাজল, ইমন জর্জি এর স্মরণে কোয়াব খুলনা কোয়াব এ প্রতিযোগিতার আয়োজন করছে। করোনা পরিস্থিতির পর এই প্রথম খুলনায় কোন প্রতিযোগিতামূলক ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন হচ্ছে। সর্বেোচ্চ স্বাস্থ্যবিধি মেনে এ ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।
প্রতিযোগিতায় মোট ৩২টি দল অংশ গ্রহণ করছে। নক আউট পদ্ধতিতে এ খেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন দু’টি করে খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কোয়াব খুলনা শাখার সভাপতি ও সাবেক জাতীয় ক্রিকেটার জিয়াউর রহমান জনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোয়াব খুলনা শাখার সাধারণ সম্পাদক জাতীয় ক্রিকেটার কাজী নুরুল হাসান সোহান, যুগ্ম সম্পাদক জাতীয় দলের অল রাউন্ডার মেহেদী হাসান মিরাজ, আম্পায়ার্স এ্যান্ড স্কোরার্স এসোসিয়েশনের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন বাপ্পী, জেলা ক্রিকেট কোচ শামছুল আলম রনি, জাতীয় ক্রিকেটার মেহেদী হাসান প্রমুখ।
খুলনা গেজেট/এএমআর