ডুমুরিয়া সদরে শালতা নদীর পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গায় গড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম দ্বিতীয় দিনেও রয়েছে। সকল জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পিতবার সকালে ডুমুরিয়ার বহুল আলোচিত মৎস্য আড়ৎ ও কাঁচা বাজার পাইকারি আড়তের উচ্ছেদ অভিযান বেলা ১১ টায় শুরু হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আরডিসি নয়ন কুমার রাজবংশী। সহযোগীতা করেন পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ ও পাউবোর কর্মকর্তারা।
পাউবো খুলনার উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডি) মোঃ মিজানুর রহমান বলেন, গত বুধবার থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। এরপর মহিলা কলেজের পাশ থেকে শালতা নদীর ব্রীজ পর্যন্ত ৮৬টি স্থাপনার মধ্যে প্রথম দিনে ৬০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ আনোয়ারা মৎস্য আড়ৎ, হাসেম আলী পাইকারি কাঁচা বাজারসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এরপর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের পাশের অবৈধ স্থাপনাসহ পর্যায়ক্রমে ডুমুরিয়ার প্রায় সাড়ে ১৪শ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ মাষ্টার আইয়ব আলী, গাজী হুমায়ন কবির বুলু, ফরিদ শেখ ও হেদায়েত হোসেন বলেন, এভাবে একের পর ভবন গুলো গুড়িয়ে দেয়ায় তাদেরকে পথে বসতে হবে।
খুলনা গেজেট/এনএম