ডুমুরিয়ায় মাগুরাঘোনায় সরকারি রাস্তার উপর লাগানো একটি শিরিস গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। এ সংবাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল ওয়াদুুদের নির্দেশে গাছটি জব্দ করা হয়েছে।
বয়ারসিং ইউনিয়ন সহকারী কমিশনার (ভূমি) এনামুল কবির জানায়, মাগুরাঘোনা ইউনিয়নের বেতাগ্রামে যাওয়ার অভিমুখে সরকারি রাস্তার উপর লাগানো একটি শিরিস গাছ ওই গ্রামের শাহাবুদ্দিন বিশ্বাসের পুত্র ইউনুছ আলী বিশ্বাস লোকজন নিয়ে কাটছিল। যার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা। এ সংবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তার নির্দেশে ঘটনাস্থলে গিয়ে তিনি গাছ কাটা বন্ধ করাসহ গাছটি জব্দ করে আসেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, সরকারি রাস্তার উপর লাগানো গাছ কাটার এখতিয়ার কারোর নেই। এ কারণে গাছটি কাটা বন্ধ করাসহ জব্দ করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম