বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

চুকনগরে অস্ত্রের মুখে জিম্মি করে ৩ লাখ টাকার মালামাল লুট

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া চুকনগরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। খোয়া গেছে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল।

উপজেলার রোস্তমপুর গ্রামের রেজোয়ান হোসেন সরদারের ছেলে মোঃ মিন্টু সরদার জানায়, প্রতিদিনের মত রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমাতে যায় তারা। রাত আনুমানিক আড়াইটার দিকে ৭/৮ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে ক্লপসিবল গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। তালা ভাঙ্গার শব্দ শুনে বাইরে আসা মাত্রই তাকে অস্ত্রের মুখে জাপটে ধরে ডাকাতেরা।

এরপর পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিতে রাখা নগত ৫০/৫৫ হাজার টাকা, প্রায় ৩ ভরি স্বর্ণালংকার ও কিছু মালামাল নিয়ে সবাইকে ঘরের ভিতর আটকে রেখে বাইরে থেকে তালাবদ্ধ করে চলে যায়।

এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান বলেন, ‘এ ব্যাপারে আমাকে কিছু জানানো হয়নি।’

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন