খুলনা, বাংলাদেশ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  কাল ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প
  গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
  বিশিষ্ট ব্যবসায়ী এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন 

এ্যাজাক্স জুট মিল শ্রমিকদের চূড়ান্ত বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অনশন

ফুলবাড়িগেট প্রতিনিধি

 

শেখ বদরউদ্দিন ঃ

খুলনার মিরেরডাঙ্গা শিল্প এলাকার এ্যাজাক্স জুট মিল শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত বকেয়া পাওনাদি এককালিন পরিশোধসহ বন্ধকৃত ব্যক্তিমালিকানা জুট মিল চালু ও ৬ দফা দাবিতে অনশন কর্মসূচি পালন করেন সাধারন শ্রমিক কর্মচারীরা ।

এ্যাজাক্স জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ মুরাদের সভাপতিত্বে সোনালী জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেসিসি ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম।

অনশন কর্মসূচিতে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, বকেয়া পরিশোধের ব্যাপারে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ন আন্দোলন কর্মসূচি পালন করে আসলেও শ্রমিকদের দাবি পূরনে কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছেনা। আগামী ১ ডিসেম্বর খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন ও ৩ ডিসেম্বর ফুলবাড়ীগেটে শ্রমিক গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন শ্রমিক নেতৃবৃন্দ ।

বক্তব্য রাখেন বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন , সাধারণ সম্পাদক গোলাম রসুল খান , সংগঠনের সহ সভাপতি আফিল জুট মিল মজদুর ইউনিয়নের শ্রমিক নেতা কাবিল হোসেন, নিজামউদ্দিন, ,মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন, আমির মুন্সি, , জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিন, কেসমত, জাহাঙ্গির হোসেন, আবু তালেব, সবুর, আলম, মোঃ মুজিবর, আঃ রশিদ, মোঃ আলা, হাছান, প্রমুখ।

কেসিসি ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম বেলা ১ টার সময় শরবত পান করিয়ে শ্রমিকদের অনশন ভংগ করান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!