গত ১১ নভেম্বর ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আফরোজা খানম মিতার নৌকা প্রতীকের পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করায় ৯ নেতাকর্মীকে আওয়ামী লীগে থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
তারা হলেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হানিফ মোড়ল,৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান,৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আলতাফ বিশ্বাস, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য জামাল শেখ, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সাত্তার শেখ, ৪নং খর্নিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্তমান আওয়ামী লীগের সদস্য নিমাই চন্দ্র মল্লিক, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সাত্তার শেখ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোজাফফর ফকির।
স্থায়ীভাবে বহিষ্কারের জন্য জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর অনুলিপি প্রেরন করেছে ৪নং খর্নিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র মল্লিক ও সম্পাদক তুলসী দেবনাথ।
খুলনা গেজেট/ এস আই