খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১৩৭৫ জন ভোটারের মধ্যে ১২৩১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
সকাল সাড়ে আট থেকে শুরু হওয়া নির্বাচন বিরতিহীনভাবে বিকেল চার টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষে আদালত চত্বরে উভয় পক্ষের কর্মীদের শ্লোগানে মুখরিত হয়ে ওঠে। নির্বাচন চলাকালীন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ থেকে সভাপতি পদে এড. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে এড. এস এম তারিক মাহমুদ তারা । অপরদিকে সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে এড. সেখ নুরুল হাসান রুবা ও সাধারণ সম্পাদক পদে মোল্লা মশিউর রহমান নান্নু।
প্যানেল দু’টির সহ-সভাপতি পদে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ থেকে এড. জি এম আমান উল্লাহ ও মোঃ নজরুল ইসলাম এবং সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ থেকে এড. হালিমা আক্তার খানম ও এড. মো: মহসিন চৌধুরী।
একইভাবে যুগ্ম-সম্পাদক পদে এড. তমাল কান্তি ঘোষ ও এড. সৈয়দ মো: এহতেশামুল হক জুয়েল, লাইব্রেরি সম্পাদক এড. এম এম কবীর আশরাফুল আলম রাজু ও এড. জয়দেব কুমার সরদার এবং সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক এড. তামিমা লতিফা স্নিগ্ধা ও এড. নরুন নাহার নাজমুন নেছা রয়েছেন।
সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন যথাক্রমে, এড. নওশীন বর্ষা, এড. আব্দুস শফিক মোল্লা জনি, এড. রোমানা তানহা, এড. অশোক কুমার গোলদার, এড. সেখ মুনিরুজ্জামান মনির, এড. মেহেদী হাসান, এড. প্রজেশ রায়, এড. এস এম আনিছুর রহমান, এড. মোল্লা হাবিবুর রহমান, এড. মো: মুজাহিদুল ইসলাম, এড. রানীমা খাতুন, এড. শাকিরা ফেরদৌস, এড. আ, ফ, ম মুস্তাকুজ্জামান ও এড. জি এম মশিউর রহমান।
খুলনা গেজেট/ এস আই