নগরীর রায়েরমহল মোল্লাপাড়া এলাকার আলোচিত আমীর শেখ হত্যা মামলার এজাহার নামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব ৬ এর একটি অভিযানিক দল। শনিবার (২৭ নভেম্বর ) সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাদের দুই জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলো, রায়েরমহল মোল্লাপাড়া এলাকার দাউদ মোল্লার ছেলে মোয়াজ্জেম মোল্লা ও একই এলাকার মোতালেব মোল্লার ছেলে মিজান মোল্লা।
র্যাব সূত্র জানায়, আমীর শেখ নিহত হওয়ার পর থেকে ওই এলাকায় তারা ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। তাছাড়া জমিজমা নিয়ে মোল্লা পরিবারের সাথে তাদের বিরোধ দীর্ঘদিনের। এ বিরোধের জের ধরে তিনি নিহত হয়েছেন যা বাদী এজাহারে উল্লেখ করেছেন। তাছাড়া আমীর শেথ হত্যা মামলার মোয়াজ্জেম ও মিজান যথাক্রমে ১ ও ৩ নং আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাদের দুই জনকে বটিয়াঘাটা উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাদের দুই জনকে বটিয়াঘাটা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
খুলনা গেজেট/ এস আই