শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

নড়াইলে ইয়াবাসহ মা-ছেলে আটক

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের নড়াগাতি থানার পাখিমারা এলাকা থেকে ৫৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে খুলনা র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল।

আটককৃতরা হলেন, পাখিমারা গ্রামের মোঃ আকরাম শেখের স্ত্রী মোছাঃ ঝর্না বেগম ও তার ছেলে মোঃ পলাশ শেখ। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে খুলনা র‌্যাব- ৬ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৮৫ পিস ইয়াবা এবং ইয়াবা ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল আটক করে।

নড়াগাতি থানার অফিসার ইনচার্জ ওসি মোছাঃ রোখসানা পারভীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। কোর্টে প্রেরণ করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন