আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্র শুরু করতে চলেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দিয়ে টাইগাররা এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করবে চট্টগ্রামে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্র ভালো কাটেনি বাংলাদেশের। ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা দ্বিতীয় চক্র শুরু করছে তারুণ্যনির্ভর দল নিয়ে। সেই দলে নেই সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদের মত তিন সিনিয়র ক্রিকেটার।
রিয়াদ অবসর নিলেও বাকি দুই ক্রিকেটার পড়েছেন ইঞ্জুরিতে। ইঞ্জুরির কারণে নেই তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামও। ব্যাটিং অর্ডারে দৃঢ়তা দিতে বাংলাদেশ এই ম্যাচে দুইজনের অভিষেক ঘটাতে পারে।
অনুমিতভাবেই এই দুই ক্রিকেটার মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী রাব্বি- যারা চট্টগ্রাম টেস্টে অভিষেকের রোমাঞ্চে বুঁদ হয়ে আছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ব্যাটার জয়ের কাঁধে তুলে দেওয়া হতে পারে ওপেনিংয়ের গুরুদায়িত্ব। দীর্ঘদিন ধরে জাতীয় দলের সাথে থাকা রাব্বি জায়গা পেতে পারেন মিডল অর্ডারে।
ম্যাচের আগে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বাংলাদেশকে সমীহ করেছেন। অন্যদিকে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, জয়ের লক্ষ্যেই খেলবে তার দল। যদিও টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের চক্রে টাইগাররা কোনো ম্যাচই জিততে পারেনি। তবে অপেক্ষাকৃত অনভিজ্ঞ দল নিয়েই এবার দাপটের সাথে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ দল। আগামী দিনে বাংলাদেশ টেস্টে কোথায় পৌঁছাবে, তা বোঝা যাবে এই সিরিজে- এমন প্রতিশ্রুতিও দিয়েছেন মুমিনুল। সব মিলিয়ে এই ম্যাচ বাংলাদেশের জন্য ‘নতুন’ শুরু।
সাগরিকা খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শুক্রবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল দশটায়।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন।
পাকিস্তানের ১২ সদস্যের স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, ইমাম উল হক, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।
খুলনা গেজেট/ টি আই