খুলনা মহানগরীতে শনিবার (২৭ নভেম্বর ) বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিক্রয় ও বিতরণ বিভাগ-১, ওজোপাডিকো খুলনার আওতাধীন ৩৩/১১ কেভি লবনচরা উপকেন্দ্রের জরুরী রক্ষনাবেক্ষণ কাজের জন্য এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ খুলনার নিবার্হী প্রকৌশলী মোঃ মাহমুদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে : নগরীর ফেরিঘাট, জিন্নাহপাড়া, ইন্ডাসট্রিয়াল, শিপইয়ার্ড, হরিণটানা, সেতু ফিডারের আওতাধীন নগরীর রূপসা ট্রাফিক মোড়, নতুনবাজার চর, সিএসএস সংলগ্ন এলাকা, চানমারী বাজার, ড্যাপস ক্লিনিক সংলগ্ন এলাকা, জিন্নহাপাড়া, মতিয়াখালী, শিপইয়ার্ড, মোল্লাপাড়া, গ্যাদনপাড়া, মাষ্টারপাড়া, ড্রাইভার গলি, আশি বিঘা, লবনচরা থানা, পূর্ব মোহাম্মদ নগর, বান্দাবাজার, রায়পাড়া, মোক্তার হোসেন রোড, ঢালি পাড়া, র্যাব-৬ সংলগ্ন এলাকা, নেভী সংলগ্ন এলাকা, মাথাভাঙ্গা, পুঁটিমারী, ও তদসংলগ্ন আবাসিক এলাকা।