বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

কোস্টগার্ডের অভিযানে ৪৩ মণ পুশকৃত চিংড়ি বিনষ্ট, জরিমানা দেড় লক্ষাধিক

দাকোপ প্রতিনিধি

কোস্ট গার্ড পশ্চিম জোন অধীস্থ বিসিজি স্টেশান, রূপসার একটি দল ২৪ নভেম্বর রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার রূপসা থানাধীন খানজাহান আলী টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২টি ট্রাকে আনুমানিক ১ হাজার ৭ শত ২০ কেজি (৪৩ মণ) জেলি পুশকৃত চিংড়ি জব্দ করে। এ সময় ড্রাইভার,হেল্পার ও কর্মচারীসহ মোট ৯ জনকে আটক করা হয়।

পরবর্তীতে রূপসা উপজেলা মৎস্য কর্মকর্তা মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ৯ জনকে সর্বমোট ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি রূপসা নদীতে ফেলে বিনষ্ট করা হয়।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন