বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রকে বেধড়ক মারপিট, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক কর্তৃক এক ছাত্রকে বেধড়ক মারপিটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা ১১ টা ৫০ মিনিটে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে ৫ম সেমিস্টারের ছাত্র সুজয় মন্ডল (২৩) এর সাথে শিক্ষক সাব্বির’র (৩৬) এ ঘটনা ঘটায়। সুজয় মন্ডল খালিশপুর থানার ডলার হাউজ মোড়ের (নির্মল মন্ডল এর বাড়ি) রাজন মন্ডলের পুত্র। এ ব্যাপারে খালিশপুর থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।

অভিযোগকারী সুজয় মন্ডল জানায়, ২৫ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টা ৫০ মিনিটে পরীক্ষা শেষে খাতা জমা দেয়ার সময় ভুলক্রমে পরীক্ষার খাতার সাথে প্রশ্নপত্র জমা দিলে শিক্ষক সাব্বির খারাপ ব্যবহার করেন। এসময় সুজয় ভুল স্বীকার করলেও শিক্ষক খারাপ ব্যবহারের পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ও নাক-মুখে ২০/২২টি চর-থাপ্পর, কিল, ঘুষি মেরে ছাত্রকে গুরুতর রক্তাক্ত করে জখম করে।

এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ অনিমেশ পালকে জানালে, তিনি কোন ভ্রুক্ষেপ করেন নি। পরে কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দকে বিষয়টি জানালে তারা অধ্যক্ষকে বিষয়টি অতহিত করেন। কিন্তু অধ্যক্ষের বিচারটি সন্তোষজনক না হওয়ায় থানায় অভিযোগের পরামর্শ দেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন