শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ, কৃষক বাচলে, বাচবে দেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে “কৃষক অ্যাপ” প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চলতি আমন সংগ্রহ অভিযান ২০২১-২২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে সদর উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে লটারি কার্যক্রমের মাধ্যমে ধান ক্রয়ের কৃষক নির্বাচন শুভ সুচনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম।
জেলা খাদ্য কর্মকর্তা শেখ মনিরুল হাসানের সভাপতিত্বে এসময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান বিশ্বাস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও নড়াইল ০১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি তোফায়েল মাহমুদ তুফান, নড়াইল -০২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম, সদর খাদ্য গুদামের কর্মকর্তা তরুন বালা, মিল মালিক সমিতির প্রতিনিধি আব্দুল মান্নান, সরকারি কর্মকর্তা,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য বিভাগসুত্রে জানাগেছে, এ বছর নড়াইল সদর উপজেলার ২৪১৯ জন কৃষক এ্যাপের মাধ্যমে ধান প্রদানের জন্য আবেদন করেছেন। এর মধ্যে লটারির মাধ্যমে ৩৮৩ জন কৃষককে নির্বাচিত করা হয়। নির্বাচিত কৃষক প্রতি কেজি ২৭ টাকা দরে প্রত্যেকে ৩ টন করে ধান প্রদান করতে পারবেন।
খুলনা গেজেট /আসাদ / এমএম