শিশু-কিশোর এবং যুব সমাজের মনো-সামাজিক উন্নয়নে মতবিনিময় সভা মঙ্গলবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। রূপান্তরের পিস কনসোর্টিয়াম প্রকল্পের আওতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, পরিবার থেকেই শিশু-কিশোরদের মনো-সামাজিক উন্নয়নে পিতা-মাতাকে মূখ্য ভূমিকা পালন করতে হবে। শিশুর ইচ্ছা-অনিচ্ছাকে অবজ্ঞা না করে তাঁর কথা শুরুত্বের সাথে শুনতে হবে। শিশুদের স্বেচ্ছাসেবী মনোভাব গঠণে বড়রা ভূমিকা রাখবে এবং শিশুদেরকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এছাড়া লেখাপড়ার পাশাপাশি বিদ্যালয়গুলোতে সহপাঠ্যক্রম কার্যক্রম জোরদার করতে অতিথিরা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির।
অন্যান্যের মধ্যে ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, পিস কনসোর্টিয়ামের পরিচালক শাহাদাত হোসেন বাচ্চু প্রমুখ। মতবিনিময় সভায় রাজনীতিক, শিক্ষক, সমাজবেসী, আইনজীবী, মানবাধিকার কর্মীসহ নানা পেশার ২৫ জন অংশ নেন।
খুলনা গেজেট / এমএম