ডুমুরিয়ায় আবারও হবে ইউপি নির্বাচন। উপজেলার মাগুরখালী ইউনিয়নে ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে দুই প্রতিদ্বন্দ্বি প্রার্থী (চাচা ভাইপো) সমভোট পাওয়ায় আগামী ২৪ নভেম্বর পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত ১১নভেম্বর ইউপি নির্বাচনে মাগুরখালী ইউনিয়নে ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে আহম্মদ আলী সরদার (তালা) ও ইউনুস সরদার (মোরগ) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে সমভোট পান। যে কারনে ওই ওয়ার্ডে আগামী ২৪নভেম্বর পূর্ণরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আহম্মদ আলী সরদার ও ইউনুছ আলী সরদার আপন চাচা ভাইপো।
খুলনা গেজেট/ এস আই