খুলনায় গোয়েন্দা পুলিশের অভিযানে পাঁচ হাজার জাল টাকাসহ এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, আজ রবিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় খুলনা মহানগর ডিবি পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দৌলতপুর থানাধীন নতুন রাস্তা মোড়স্থ পাবলা ফার্মেসী নামক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে শেখ রফিকুল ইসলাম@মিলন(৪০), পিতা-শেখ শওকত আলী, সাং-চিংড়া পশ্চিম পাড়া, থানা-কেশবপুর, জেলা-যশোর কে পাঁচ হাজার জাল টাকাসহ গ্রেপ্তার করা হয়।
আরও জানা যায় গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় অভিনব কায়দায় জাল টাকার লেনদেন করে আসছে। এ সংক্রান্তে আসামীর বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা রুজু করা হয়েছে।